বাংলাদেশে এ বছর পবিত্র ঈদুল আযহা (কোরবারিন ঈদ) অনুষ্ঠত হবে- জুন মাসের ২৮ অথবা ২৯ তারিখ।
কোরবানির ঈদ বা ঈদ উল আজহা যার বাংলা অর্থ ‘ত্যাগের উৎসব’। মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা।
এ দিনটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে দুই রাকাত ঈদুল আযহার নামাজ আদায় করে এবং আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, ও উট আল্লাহর নামে কোরবানি করে।
আরো পড়ুন:- সাহাবীদের নামের তালিকা