ছয় ঋতুর নাম

ছয় ঋতুর নাম | ছয় ঋতুর নাম ইংরেজিতে

আমরা সবাই জানি ছয় ঋতুর দেশ বাংলাদেশ। আমাদের দেশে প্রতি দুই মাস পর পর ঋতু পরিবর্তিত হয়। এ আর্টিকেলের মাধ্যেমে ছয় ঋতুর নাম, ছয় ঋতুর ইংরেজি নাম এবং কোন কোন মাস নিয়ে কোন ঋতু হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ছয় ঋতুর নাম ইংরেজিতে

(1)  Summer– (সামার ) = বাংলায় হচ্ছে গ্রীষ্মকাল

(2) Rainy Season- (রেইনি সীজন) = বাংলায় হচ্ছে বর্ষাকাল

(3) Autumn- (অটাম) = বাংলায় হচ্ছে  শরৎকাল

(4) Late Autumn (লেইট অটাম) = বাংলায় হচ্ছে হেমন্তকাল

(5) Winter (উইনটার) = বাংলায় হচ্ছে শীতকাল

(6) Spring (স্প্রিং) = বাংলায হচ্ছে বসন্তকাল

আরবি সাত দিনের নাম

বাংলায় যে মাসগুলো নিয়ে ঋতু গঠিত

গ্রীষ্মকাল:- গ্রীষ্মকাল ইংরেজিতে যাকে বলে Summer। বাংলায় বৈশাখ এবং জৈষ্ঠ মাস মিলে  হয় গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে  তাপমাত্রা অনেক বেশি থাকে।

বর্ষাকাল:- বর্ষাকাল ইংরেজিতে যাকে বলে Rainy Season। বাংলায় আষাঢ় এবং শ্রাবণ মাস মিলে হয় বর্ষাকাল। বর্ষাকালে সাধারণত প্রচুর বৃষ্টিপাত হয়, যার ফলে হাওর ও নদী গুলো পানিতে ভরে যায়।

শরৎকাল:- শরৎকাল ইংরেজিতে Autumn বলে। বাংলায় ভাদ্র এবং আশ্বিন মাস মিলে হয় শরৎকাল। শরৎকালে সাধারণত বৃষ্টিপাত কম হয়ে থাকে।

হেমন্তকাল:- হেমন্তকাল ইংরেজি হচ্ছে Late Autumn। বাংলায় কার্তিক এবং অগ্রাহায়ণ মাস মিলে হয় হেমন্তকাল।

শীতকাল:- শীতকালকে ইংরেজিতে Winter বলে। বাংলায় পৌষ এবং মাঘ মাস মিলে হয় শীতকাল। শীতকালে আবহাওয়ায় তাপমাত্রার পরিমান অনেক কম থাকে।

বসন্তকাল:- বসন্তকালকে ইংরেজিতে Spring বলে। বাংলায় ফাল্গুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্তকাল।

আরো পড়ুন

আরবি বারো মাসের নাম

বাংলা ভাষার উৎপত্তি

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *