ড. নীলিমা ইব্রাহিম ১১ অক্টোবর, ১৯২১ সালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মুলঘর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী ।
১৯৪৫ সালে ক্যাপ্টেন ডা. মোহাম্মদ ইব্রাহিম এর সাথে তার বিয়ে হয় এবং বিয়ের পর নীলিমা রায় চৌধুরী থেকে নীলিমা ইব্রাহিম নামে পরিচিত হন।
ড. নীলিমা ইব্রাহিম এর প্রবন্ধ
| ‘আমি বীরাঙ্গনা বলছি’ | ‘শরৎ প্রতিভা |
| ‘বাংলার কবি মধুসূদন’ | ‘বাঙালি মানস ও বাংলা সাহিত্য’ |
ড. নীলিমা ইব্রাহিম এর উপন্যাস
| ‘বিশ শতকের মেয়ে’ (১৯৫৮) | ‘এক পথ দুই বাঁক’ (১৯৫৮), |
| ‘কেয়াবন সঞ্চারিণী’ (১৯৬২) | ‘বহ্নিবলয়’ (১৯৮৫) |
অন্যান্য রচনা
| ‘দুয়ে দুয়ে চার’ (১৯৬৪) | ‘যে অরণ্যে আলো নেই’ (১৯৭৪) |
| ‘সূর্যাস্তের পর’ (১৯৭৪) | ‘রোদ জ্বলা বিকেল’ (১৯৭৪) |
অন্যান্য রচনা
| গল্প : | রমনা পার্কে’ (১৯৬৪)। |
| আত্মজীবনী: | ‘বিন্দু বিসর্গ’ (১৯৯১) |
| ভ্রমণকাহিনী: | ‘শাহী এলাকার পথে পথে’ (১৯৬৩) |
আরো পড়ুন:- ড. আহমদ শরীফ
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে? ( প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ১৪)
(ক) ড.নীলিমা ইব্রাহীম
(খ) আনিস চৌধুরী
(গ) আনোয়ার পাশা
(ঘ) শহীদুল্লা কায়সার
উত্তর:- (ক) ড.নীলিমা ইব্রাহীম





