পত্রিকা পড়ার নিয়ম চাকরির পরীক্ষার জন্য

মোবাইলে পত্রিকা পড়ার নিয়ম:- যারা বিসিএস বা অন্য কোন চাকরি বা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের প্রতিদিন পত্রিকা পড়তে হয়। এছাড়াও অনেকে দেশ-বিদেশের খবরা-খবর রাখার জন্য পত্রিকা পড়ে থাকেন।

কিন্তু আমরা সবাই এ কথাটা জানি যে অনলাইনে পত্রিকা পড়া যায় । কিন্তু আমরা অনলাইনে যে পত্রিকাটা পড়ি সেটা সাধারণত প্রিন্টিং পত্রিকার মত নিউজ গুলো থাকে না।

যেমন আপনি  যুগান্তর পত্রিকা পড়তে চান তো আপনি এখন কি করবেন www.jugantor.com এ ঠিকানায় যাবেন।যাওয়ার পর আপনি পত্রিকাটা পড়বেন।

অনলাইনে পত্রিকা পড়ার নিয়ম

কিন্তু আপনি এখানে নিউজ গুলো যেভাবে দেওয়া আছে আপনি সেভাবে পড়তে চাচ্ছেন না।

আপনি চান আজকে  যুগান্তর পত্রিকা প্রিন্টে যেভাবে আছে সেভাবে পড়তে।তার জন্য আপনাকে ছোট একটা কাজ করতে হবে, juguantor এর আগে একটা e দিয়ে দিবেন।যেমন: www.ejugantor.com এখন আপনি এ ঠিকানায় গিয়ে দেখেন আজকে যুগান্তর পত্রিকা যেমন প্রিন্ট হয়েছে তেমন ভাবে নিউজ গুলো দেখতে পাবেন।

ই-পেপার পড়ার নিয়ম

আপনি চাইলে জনপ্রিয় ইংরেজি পত্রিকা the daily star পিত্রিকা এভাবে পড়তে পারেন। তার জন্য আপনাকে ঠিকানা লিখতে হবে।

https://www.epaper.thedailystar.net

আপনি চাইলে এভাবে বাংলাদেশের প্রায় সবগুলো জনপ্রিয় পত্রিকার ঠিকানার আগে একটা e অথবা epaper বসিয়ে দিয়ে প্রিন্টিং পত্রিকায় যেমন থাকে তেমন ভাবে পড়তে পারেন।

এখানে বাংলাদেশের আরো কয়েকটি জনপ্রিয় পত্রিকার প্রিন্টিং ভার্সন দেখার ঠিকানা দেওয়া হল।

https://www.esamakal.net

edailyjanakantha.com

epaper.ittefaq.com.bd

epaper.thedailystar.net

ebdpratidin.com

dailyinqilab.com/epaper

enayadiganta.com

মোবাইলে চাকরির আবেদন করার নিয়ম

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *