পৃথিবীর শেষ্ঠ মানব হচ্ছে হযরত মোহাম্মদ (স. )। হযরত মুহাম্মদ স. ছিলেন সর্বশেষ নবী ও রাসূল। হযরত মোহাম্মদ স. এর উপর ইসলামের ধর্মগ্রন্থ আল কুরআন অবর্তীণ হয়।
অধিকাংশ ইতিহাসবিদ ও বিশেষজ্ঞদের মতে, হযরত মুহাম্মাদ (স.) ছিলেন পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতা।
তিনি ধর্মীয় জীবন থেকে শুরু করে সকল ক্ষেত্রেই সফল ছিলেন। বিবাদমান আরব জনগণকে একত্রিত করা তার জীবনের আরেকটি বড় সাফল্য।
হযরত মুহাম্মদ (স.) ৫৭০ সালে মক্কা নগরীতে জন্ম গ্রহণ করেন। তিনি মাতৃগর্ভে থাকাকালীন তার পিতা মারা যান। শৈশবে তিনি তার মাকেও হারান। তার পর পিতামহ আবদুল মুত্তালিব ও পরে পিতৃব্য আবু তালিবের কাছে লালিত পালিত হন।
হযরত মোহাম্মদ (স.) ৪০ বছর বয়সে নবুওয়াত লাভ করেন হেরা গুহায়।