বর্গমূল কাকে বলে
কোন সংখ্যাকে ঐ সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে, তাকে ঐ সংখ্যার বর্গ বলে এবং সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলে।
যেমন: ৭*৭=৪৯
এখনে ৪৯ হলো ৭ এর বর্গ একং ৪৯ এর বর্গমূল হচ্ছে ৭
মনে রাখবে,
- যে কোন সংখ্যারই বর্গ আছে।
- সব সংখ্যারই বর্গমূল আছে, কিন্তু সব সংখ্যারই বর্গমূল পূর্ণ সংখ্যায় নেই। যেমন: ৫ এর বর্গমূল ২.২৩৬ কিন্তু ৯ এর বর্গমূল ৩
পূর্ণ বর্গ সংখ্যা চেনার উপায়
- কোন সংখ্যার শেষে যদি বিজোড় সংখ্যক শূন্য থাকে, ঐ সংখ্যা পূর্ণবর্গ নয়। যেমন: ১০, ১০০০ সংখ্যা গুলো পূর্ণবর্গ সংখ্যা নয়।
- কোন পূর্ণ বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক ০, ১, ৪, ৫, ৬, এবং ৯ হবে।
- পূর্ণ বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক ২, ৩, ৭, এবং ৮ হবে না।
মূলদ অমূলদ সংখ্যা কাকে বলে এবং মূলদ অমূলদ সংখ্যা চেনার উপায়