বাংলাদেশের জনসংখ্যা- ১৬৫,৫৭০,০০০ ( ২০১৯ সালের তথ্য অনুযায়ী)
বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৩ %
বাংলাদেশের জনগনের গড় আয়ু- ৭২.৩ বছর। পুরুষদের গড় আয়ু- ৭০.৮ বছর এবং মহিলাদের গড় আয়ু- ৭৩.৮ বছর।
জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশে অবস্থান-৮ম। বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে বাস করে প্রায় ১১১৬ জন।
২০১১ এর আদমশুমারী অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিলো মোট ১৪৯,৭৭২,৩৬৪ জন।
বিভাগ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা (২০১১ সালের আদমশুমারী)
বিভাগের নাম | জনসংখ্যা |
১। রাজশাহী | ১৮,৪৮৪,৮৫৮ জন |
২। সিলেট | ৯,৯১০,২১৯ জন |
৩। ময়মনসিংহ | ১,১৪,৪৭,৫৮৩ জন |
৪। বরিশাল | ৮,৩২৫,৬৬৬ জন |
৫। ঢাকা | ৪৭,৪২৪,৪১৮ জন |
৬। রংপুর | ১৫,৭৮৭,৭৫৮ জন |
৭। চট্টগ্রাম | ২৮,৪২৩,০১৯ জন |
৮। খুলনা | ১৫,৬৮৭,৭৫৯ জন |
আরো জানুন