ব্যাকরণ’ শব্দটি সংস্কৃত থেকে এসেছে। ব্যাকরণ ভাষার প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করে এবং অভ্যন্তরীণ নিয়মকানুন, রীতিনীতি শৃঙ্খলাবদ্ধ করে থাকে। ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান।
ব্যাকরণ কাকে বলে
যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার-বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।
ব্যাকরণ (= বি + আ + √কৃ + অন) শব্দটির বুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ।
ড. মুহম্মদ শহীদুল্লাহ’র মতে, ‘যে শাস্ত্র জানিলে বাঙ্গালা ভাষা শুদ্ধরূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায়, তাহার নাম বাঙ্গালা ব্যাকরণ’।
আরো পড়ুন:- Grammar কাকে বলে
পাণিনি কে ছিলেন
পাণিনি ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণিক। সংস্কৃত ভাষায় তাঁর রচিত গ্রন্থের নাম ‘অষ্টাধ্যায়ী’।
প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম
১৭৩৪ সালে পর্তুগিজ পাদ্রি ম্যানুয়েল দা আসসুম্প সাঁও সর্বপ্রথম বাংলা ব্যাকরণ ‘Vocabulario Em Idioma Bengalla, E Portuguez. রচনা করেন। পরে এটি ১৭৪৩ সালে লিসবন থেকে প্রকাশিত হয়। এটিতে কেবল রূপতত্ত্ব ও বাক্য তত্ত্ব আলোচিত হয়েছে। তাই এটি সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কিন্তু পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ নয় ।
বাংলা ব্যাকরণের দ্বিতীয় গ্রন্থ
বাংলা ব্যাকরণের দ্বিতীয় গ্রন্থটি রচনা করেন- ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। তিনি ১৭৭৮ সালে “A Grammar of the Bengali Language” নামে বাংলা ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। গ্রন্থটি ইংরেজিতে রচিত।
বাঙ্গালীদের মধ্যে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন
“A Grammar of the Bangla Language” নামে ১৮২৬সালে বাঙ্গালীদের মধ্যে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়।রাজা রামমোহন রায়ের গ্রন্থটি ১৮৩৩ সালেসংস্কৃত কলেজ ‘গৌড়ীয় ব্যাকরণ’ নামে পুনঃ প্রকাশ করেন।
১ | সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচিত হয়-১৭৩৪ সালে |
২ | বাঙ্গালী কর্তৃক প্রথম বাংলায় ব্যাকরণ রচিত হয়- ১৮২৬ সালে |
৩ | সর্বপ্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে |
৪ | ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড কর্তৃক “A Grammar of the Bengali Language” গ্রন্থটি রচিত ১৭৭৮ সালে। |
৫ | গৌড়ীয় ব্যাকরণ (সংস্কৃত কলেজ কর্তৃক প্রকাশিত হয় ১৮৩৩ সালে |
৬ | বাংলা টাইপ সহযোগে প্রথম বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন- ব্রাসি হ্যালহেড। |
৭ | ব্যাকরণ মঞ্জুরী রচনা করেন- ড. মুহাম্মদ এনামুল হক |
৮ | ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ রচনা করেন- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় |
৯ | The Origin and Development of the Bengali Language (ODBL) রচনা করেন ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়। |