মুনীর চৌধুরী ২৭ নভেম্বর, ১৯২৫ সালে মানিকগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস- নোয়াখালী জেলায়। তার পুরো নাম আবু নায়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী। তিনি ছিলেন শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, অসাধারণ বক্তা, সৃজনশীল নাট্যকার, ও সফল অনুবাদক ।
- মুনীর চৌধুরী ১৯৬৫ সালে প্রথম বাংলা টাইপ রাইটার ‘(মুনীর অপটিমা’ ) উদ্ভাবন করেন।
- তিনি বাংলাদেশের আধুনিক নাটক ও নাট্য আন্দোলনের পথিকৃৎ।
- তাঁর রচিত প্রথম নাটক ‘রক্তাক্ত প্রান্তর’, ১৯৬২ সালে প্রকাশিত হয়।
- ১৪ ডিসেম্বর, ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধী আলবদর বাহিনী তাঁকে ধরে নিয়ে যায় এবং আর খুঁজে পাওয়া যায় নি।
পুরস্কার
| বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬২) | দাউদ পুরস্কার (১৯৬৫) |
| ‘সিতারা- ই-ইমতিয়াজ’ (১৯৬৬) |
মুনীর চৌধুরী রচিত নাটক
| রক্তাক্ত প্রান্তর’ (১৯৬২) | ‘কবর’ (১৯৬৬) |
| ‘মানুষ’ (১৯৪৭) | ‘নষ্ট ছেলে’ (১৯৫০) |
| ‘দণ্ডকারণ্য’ (১৯৬৬) | ‘রাজার জন্মদিন’ (১৯৪৬) |
| ‘চিঠি’ (১৯৬৬) | ‘পলাশী ব্যারাক ও অন্যান্য’ (১৯৬৯) |
মুনীর চৌধুরী অনূদিত নাটক
| ‘কেউ কিছু বলতে পারে না’ (১৯৬৭) | ‘রূপার কৌটা’ (১৯৬৯) |
| ‘মুখরা রমণী বশীকরণ’ (১৯৭০) |
আরো পড়ুন:- জাফর ইকবাল





