মেষরাশি Aries
রাশিচক্রের প্রথম রাশি হল মেষরাশি। যে সকল লোকদের জন্ম তারিখ ২১ শে মার্চ থেকে ২০ শে এপ্রিল এর মধ্যে এবং বাংলার ৮ ই চৈত্র থেকে ৭ ই বৈশাখের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হয়ে থাকেন।
জেনে নিন
শুভ দিন | শনি, মঙ্গলবার |
শুভ রং | হলুদ এবং লাল |
শুভ রত্ন | গার্নেট |
শুভ সঙ্গিনী | ধনু ও সিংহ রাশি |
শুভ সংখ্যা | ৯, ১৩ |
মেষ রাশির ছেলে মেয়েদের চারিত্রিক বৈশিষ্ট্য
এ রাশির ছেলে মেয়েরা খুবই চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। তারা সাধারণত খুব সহজে যে কোন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। ঝুঁকি পূর্ণ কাজ করতে তাদের পছন্দ। এরা বন্ধুদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে।
ব্যক্তিগত জীবন
ব্যক্তিগত ব্যাপারে তারা খুবই উদাসিন থাকে। তারা নিজের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব দ্রুত নিয়ে নেন।সঙ্গীকে যা বলার তা সরাসরি বলে দেন। জীবন সঙ্গী বাচাইয়ের ক্ষেত্রে তারা একটু উদাসি ভাব দেখায়।
আরো জানুন: মকর রাশির বৈশিষ্ট্য, ধনু রাশির বৈশিষ্ট্য