শিখতে পারবে, মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল এবং বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ।
মৌলিক সংখ্যা কাকে বলে
যে সংখ্যাকে শুধুমাত্র ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সে সংখ্যা গুলোকেই মৌলিক সংখ্যা বলে।
যেমন:- ৩, ৫, ১১, ১৩
অন্যভাবে, যে সকল সংখ্যা কেবল মাত্র ১ এবং সেই সংখ্যা দ্বারা নি:শেষে বিভাজ্য হয় অন্য কোন সংখ্যা দ্বারা নি:শেষে বিভাজ্য হয় না, সেগুলিকেই মৌলিক সংখ্যা বলে।
মনে রাখবে,
- ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ২৫ টি
- ১০১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ২১ টি
- ঋণাত্বক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না।
- ২ একমাত্র জোড় মৌলিক সংখ্যা।
- মৌলিক সংখ্যার কোন প্রকৃত উৎপাদক নেই।
- যে সকল সংখ্যার একক স্থানে ১, ৩, ৭, ৯ বিদ্যমান তাহা মৌলিক সংখ্যা হতে পারে।
যৌগিক সংখ্যা কাকে বলে
যৌগিক সংখ্যা:- যে সংখ্যাগুলি ১ এবং সেই সংখ্যা বাদেও অন্য সংখ্যা দ্বারা নি:শেষে বিভাজ্য হয় তাদেরকে যৌগিক সংখ্যা বলে । যেমন:- ৬, ৯, ১০
এখানে লক্ষ্য করুন, ১০ সংখ্যাটি ১ ও ১০ ছাড়া ২ এবং ৫ দ্বারা নি:শেষে বিভাজ্য। তাই সংখ্যাটি যৌগিক সংখ্যা।
বৃত্ত থেকে পরীক্ষায় যে ধরণের প্রশ্ন আসে
পরীক্ষায় আসা প্রশ্ন
১। নিচের কোনটি মৌলিক সংখ্যা? বিসিএস-৩০
(ক) ৫৯
(খ) ৯১
(গ) ৮৭
(ঘ) ৬৩
উত্তর:- (ক) ৫৯
২। নিচের কোন সংখ্যাটি মৌলিক? স.চা
(ক) ৫৫
(খ) ৫৩
(গ) ৫১
(ঘ) ৪৯
উত্তর:- (খ) ৫৩
৩। নিচের কোনটি মৌলিক সংখ্যা? বিসিএস-১০
(ক) ৮৭
(খ) ৪৭
(গ) ১৪৩
(ঘ) ৯১
উত্তর:- (খ) ৪৭
৪। ১ থেকে ৩১ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? প্র. শি
(ক) ১১
(খ) ১০
(গ) ৯
(ঘ) ৮
উত্তর:- (ক) ১১
বি. দ্র: ১ থেকে ৩১ পর্যন্ত। এভাবে পর্যন্ত দেয়া থাকলে প্রথম এবং শেষের সংখ্যাটি সহ ধরে হিসাব করতে হবে।
৫। ১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? বিসিএস-১০, প্র.শি
(ক) ৭
(খ) ৮
(গ) ৯
(ঘ) ১০
উত্তর:- (ঘ) ১০
৬। ৪৩ থেকে ৬০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? বিসিএস-২৬
(ক) ৫ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) ৬ টি
উত্তর:- (খ) ৩ টি
বি.দ্র:- ৪৩ থেকে ৬০ এর মধ্যে। যদি মধ্যে বলে তাহলে ৪৩ এবং ৬০ বাদ দিয়ে হিসাব করতে হবে।
৭। ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? স.চা
(ক) ৬০
(খ) ৬৫
(গ) ৫৬
(ঘ) ৬৩
উত্তর:- (গ) ৫৬
সমাধান:- ৪০ ও ১০০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা ৯৭
৪০ ও ১০০ এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ৪১
আমাদের বের করতে হবে অন্তর অর্থাৎ পার্থক্য = ৯৭-৪১ = ৫৬
৮। ৬০-৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? বিসিএস-২৭
(ক) ১৫
(খ) ১৬
(গ) ১৭
(ঘ) ১৮
উত্তর:- (ঘ) ১৮
thanks