যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম- ওয়াশিংটন, ডি.সি (Washington, D.C)
যুক্তরাষ্ট্রের আয়তন ৯৮.৩ লক্ষ বর্গ কিলোমিটার বা ৩৭.৯ লক্ষ বর্গ মাইল।আয়তনে যুক্তরাষ্ট্র বিশ্বের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জনসংখ্যা প্রায় ৩৩ কোটি। জনসংখ্যার হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্বের তৃতীয়। যুক্তরাষ্ট্র স্বাধীনতা ঘোষণা করে ৪ জুলাই, ১৭৭৬ সালে।
গুরুত্বপূর্ণ প্রশ্ন
প্রশ্ন:-১ আমেরিকার স্বাধীনতা সংগ্রামের নায়ক হচ্ছেন = জর্জ ওয়াশিংটন
প্রশ্ন:-২ মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় কতটি তারকা চিহ্ন আছে = ৫০টি
প্রশ্ন:-৩ যুক্তরাষ্ট্রের মোট ইলেক্টোরাল ভোট কতটি = ৫৩৮টি
প্রশ্ন:-৪ আমেরিকা মহাদেশ নামকরণ করেন = ১৪৯৭ সালে, আমেরিগো ভেসপুচি।
প্রশ্ন:-৫ ফ্রান্স যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় = ১৮৮৬ সালে
প্রশ্ন:-৬ রিপাবলিকান পার্টির প্রতীক হচ্ছে = হাতি
প্রশ্ন:-৭ কলম্বাস’ আমেরিকা আবিষ্কার করেন কত সালে = ১৪৯২ সালে।
প্রশ্ন:-৮ লিভিং হিস্ট্রি’ গ্রন্থের লেখক = হিলারি ক্লিনটন
প্রশ্ন:-৯ হোয়াইট হাউসের স্থপতি কে = জেমস হেবান
প্রশ্ন:-১০ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর = পেন্টাগন
আরো জানুন