রাজা রামমোহন রায় ২২ মে, ১৭৭২ সালে হুগলী জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ছদ্মনাম শিবপ্রসাদ রায়। তিনি ছিলেন সমাজসংস্কারক ও ধর্মসংস্কারক ।
সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন, সম্পত্তিতে স্ত্রীলোকদের অধিকার, পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
- রাজা রামমোহন রায় কতৃক রচিত ব্যাকরণ গ্রন্থ-‘গৌড়ীয় ব্যাকরণ’ ১৮৩৩ সালে প্রকাশিত হয়।
আরো পড়ুন:- ব্যাকরণ কাকে বলে | বাংলা ব্যাকরণ
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘বেদান্তগ্রন্থ’ ও ‘বেদান্তসার’কার রচনা? [৩৯তম বিসিএস]
(ক) গোলকনাথ শৰ্মা
(খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
(গ) রামরাম বসু
(ঘ) রামমোহন রায়
উত্তর:- (ঘ) রামমোহন রায়
প্রশ্ন:-২। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন- [ঢাকা বিশ্ববিদ্যালয়: ০২-০৩]
(ক) বঙ্কিমচন্দ্র
(খ) রাজা রামমোহন রায়
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) রবীন্দ্রনাথ
উত্তর:- (খ) রাজা রামমোহন রায়
প্রশ্ন:-৩। রাজা রামমোহন রায় কোন আন্দোলনের নেতৃত্ব দেন? (তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কো. লি. ডেপুটি অ্যাসিস্ট্যন্ট ইঞ্জিনিয়ার: ১১]
(ক) সতীদাহ বিলোপ
(খ) নীলবিদ্রোহ
(গ) তেভাগা
(ঘ) বিধবা বিবাহ
উত্তর:- (ক) সতীদাহ বিলোপ
প্রশ্ন:-৪। সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায়ের রচিত পুস্তক- (খাদ্য অধিদপ্তরের পরিদর্শক: ০৩)
(ক) প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ
(খ) পথে হলো দেখা
(গ) পথের পাঁচালী
(ঘ) দোলন-চাঁপা
উত্তর:- (ক) প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ
প্রশ্ন:-৫। রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরূদ্ধে আন্দোলন শুরু করেন—
(ক) প্রেস অর্ডিন্যান্স
(খ) নীল কমিশন
(গ) নীল চাষ
(ঘ) রাইফেল ব্যবহার
উত্তর:-(ক) প্রেস অর্ডিন্যান্স