রামরাম বসু ১৭৫৭ সালে হুগলী জেলার জন্মগ্রহণ করেন। তিনি বাংলা গদ্যের প্রাথমিক যুগের গুরুত্বপূর্ণ লেখক । তিনি বাংলা, সংস্কৃত, ফারসি ভাষায় পারদর্শি ছিলেন। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের পণ্ডিত ছিলেন।
আরো পড়ুন:- লালন শাহ
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আস প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা- (৩৬তম বিসিএস)
(ক) উইলিয়াম কেরী
(খ) রামরাম বসু
(গ) হরপ্রসাদ রায়
(ঘ) কাশীরাম দাস
উত্তর:- (খ) রামরাম বসু
প্রশ্ন:-২। ‘লিপিমালা’ রচনা করেছেন- [জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ১৫]
(ক) কাশীরাম দাস
(খ) দ্বিজরাম দেব
(গ) মুক্তরাম সেন
(ঘ) রামরাম বসু
উত্তর:- (ঘ) রামরাম বসু
প্রশ্ন:-৩। কোনটি রামরাম বসুর লেখা? (সহকারী রাজস্ব কর্মকর্তা: ১৫)
(ক) হিতোপদেশ
(খ) মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং
(গ) ইতিহাসমালা
(ঘ) লিপিমালা
উত্তর:- (ঘ) লিপিমালা
প্রশ্ন:-৪। বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? (পিএসসি-০১)
(ক) হিতোপদেশ
(খ) কথোপকথন
(গ) ইতিহাসমালা
(ঘ) রাজা প্রতাপাদিত্য চরিত্র
উত্তর:- (ঘ) রাজা প্রতাপাদিত্য চরিত্র