শওকত ওসমান ২ জানুয়ারি, ১৯১৭ সালে হুগলীর সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তিনি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক, নাট্যকার ও প্রাবন্ধিক।
শওকত ওসমানের গ্রন্থাকারে প্রকাশিত প্রথম উপন্যাস- ‘জননী’
রম্যরচনা: ‘নিজস্ব সংবাদদাতা প্রেরিত’ (১৯৮২)।
শওকত ওসমান এর উপন্যাস
‘জননী’ (১৯৫৮) ‘জাহান্নাম হইতে বিদায়’ (১৯৭১) ‘দুই সৈনিক’ (১৯৭৩) নেকড়ে অরণ্য’ (১৯৭৩) ‘জলাঙ্গী’ (১৯৭৬) ‘রাজপুরুষ’ (১৯৯২) ‘বনি আদম’: এটি ১৯৪৬ ‘ক্রীতদাসের হাসি’ (১৯৬২) আর্তনাদ’ (১৯৮৫) ‘চৌরসন্ধি’ (১৯৬৮) ‘সমাগম’ (১৯৬৭) ‘রাজা উপাখ্যান’ (১৯৭১)
শওকত ওসমান এর নাটক
‘আমলার মামলা’ (১৯৪৯) ‘কাঁকড়মনি’ (১৯৫২), ‘তস্কর ও লস্কর’ (১৯৫৩) ‘বাগদাদের কবি’ (১৯৫৩) ‘জন্ম জন্মান্তর’ (১৯৬০) ‘পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা’ (১৯৯০)
শওকত ওসমান এর গল্প
‘জন্ম যদি তব বঙ্গে’ (১৯৭৫) ‘ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী’ (১৯৯০) ‘পিঁজরাপোল’ (১৯৫১), ‘প্রস্তর ফলক’ (১৯৬৪) ‘নেত্রপথ’ (১৯৬৮) ‘মনিব ও তাহার কুকুর’ (১৯৮৬) ‘পুরাতন খঞ্জর’ (১৯৮৭)
প্রবন্ধ
‘ভাব ভাষা ও ভাবনা’ (১৯৭৪) ‘সংস্কৃতির চড়াই উত্রাই’ (১৯৮৫) ‘মুসলিম মানসের রূপান্তর’ (১৯৮৬)
শিশুতোষ:
‘ওটেন সাহেবের বাংলো’ (১৯৪৪) ‘মস্কুইটোফোন’ (১৯৫৭) ‘ক্ষুদে সোশালিস্ট’ (১৯৭৩), ‘পঞ্চসঙ্গী’ (১৯৮৭)
স্মৃতিকথা
‘স্বজন সংগ্রাম’ (১৯৮৬) ‘কালরাত্রি খণ্ডচিত্র’ (১৯৮৬) ‘অনেক কথন’ (১৯৯১) ‘মুজিবনগর’ (১৯৯৩) ‘অস্তিত্বের সঙ্গে সংলাপ’ (১৯৯৪) ‘আর এক ধারাভাষ্য’ (১৯৯৬)।
অনুবাদ
‘নিশো’ (১৯৪৮-৪৯) ‘লুকনিতশি’ (১৯৪৮) ‘বাগদাদের কবি’ (১৯৫৩) ‘টাইম মেশিন’(১৯৫৯) ‘ডাক্তার আবদুল্লাহর কারখানা'(১৯৭৩) ‘সন্তানের স্বীকারোক্তি’ (১৯৮৫)
পুরস্কার
তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬২) আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৬) একুশে পদক (১৯৮৩) স্বাধীনতা পুরস্কার (১৯৯৭)
আরো পড়ুন:- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Share this