সেলিম আল দ্বীন এর উপন্যাস

সেলিম আল দীন

সেলিম আল দীন ১৮ আগষ্ট, ১৯৪৯ খ্রিষ্টাব্দে ফেনীর সোনাগাজীর সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মঈনুদ্দিন আহমেদ। তিনি ছিলেন একজন প্রখ্যাত নাট্যকার ও গবেষক।

  • তিনি বাংলা নাট্য সাহিত্যে এথনিক থিয়েটারের উদ্ভাবনকারী এবং ‘নাট্যাচার্য’ হিসেবে খ্যাত।
  • সেলিম আল দীন বাংলাদেশে ‘গ্রাম থিয়েটার’  এর প্রবর্তক।
  • তিনি ১৪ জানুয়ারি, ২০০৮ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।

পুরস্কার

‘বাংলা একাডেমি পুরস্কার’ (১৯৮৪)‘একুশে পদক’ (২০০৭)
জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ (১৯৯৩, ৯৬)কথাসাহিত্য পুরস্কার (২০০২)

সেলিম আল দীন এর নাটকগুলো

‘বিপরীত তমসায়’ (১৯৬৯)‘ঘুম নেই’ (১৯৭০)
‘সৰ্প বিষয়ক গল্প’ (১৯৭২)‘মুনতাসির’ (১৯৮৬)
‘কীত্তনখোলা’ (১৯৮৬)‘চাকা’ (১৯৯১)
হরগজ’ (১৯৯২)‘হাতহদাই’ (১৯৯৭)
‘ধাবমান’ (২০০৭)‘সর্প বিষয়ক গল্প ও অন্যান্য নাটক’ (১৯৭৩)
‘জন্ডিস ও বিবিধ বেলুন’ (১৯৭৫)‘পুত্র’ (১৯৮২)
‘জুলান’ (১৯৮২)‘বাসন’ (১৯৮৫)
‘শকুন্তলা’ (১৯৮৬)‘কেরামতমঙ্গল’ (১৯৮৮)
‘যৈবতী কন্যার মন’ (১৯৯৩)‘বনপাংশুল’ (১৯৯৬)
‘নিমজ্জন’ (২০০২) ‘প্ৰাচ্য’ (২০০০)
‘স্বর্ণবোয়াল’ (২০০৭)‘চর কাঁকড়ার ডকুমেন্টারি’ ।

রেডিও টেলিভিশনে প্রচারিত নাটক

‘রক্তের আঙ্গুরলতা’‘অশ্রুত গান্ধার’ (১৯৭৫)
‘শেকড় কাঁদে জলকণার জন্য’ (১৯৭৭)‘ভাঙনের শব্দ শুনি’ (১৯৮২)
‘গ্রন্থিকগণ কহে’ (১৯৯০)‘ছায়া শিকারী’ (১৯৯৪)
‘রঙের মানুষ’ (২০০০)‘নকশীপাড়ের মানুষেরা’ (২০০০)

সেলিম আল দীন এর উপন্যাস

‘অমৃত উপাখ্যান’২০০৫

গবেষণাগ্রন্থ

‘মধ্যযুগের বাঙলা নাট্য’১৯৯৬

সেলিম আল দীন এর কাব্যগ্রন্থ

কবিতা গ্রন্থ১৯৯০

অন্যান্য রচনা

দিনলিপিভাঙা প্রেম অশেষ বিশেষ

আরো পড়ুন:- সেলিনা হোসেন

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *