সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ১৩ জুলাই, ১৮৮০ খ্রিষ্টাব্দে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনিই প্রথম সাহিত্যিক, যিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে কারাদণ্ড ভোগ করেন।
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর কাব্য গ্রন্থসমূহ
| অনল প্রবাহ | স্পেন বিজয় কাব্য |
| ‘আকাঙ্ক্ষা | উদ্বোধন |
| উচ্ছ্বাস | নব উদ্দীপনা |
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপন্যাস
| রায়নন্দিনী | তারা-বাঈ |
| জাহানারা | নূরউদ্দিন, ফিরোজা বেগম |
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর প্রবন্ধ
| স্বজাতি প্রেম | তুর্কি নারী জীবন |
| সুচিন্তা | স্পেনীয় মুসলমান সভ্যতা |
| আদব কায়দা শিক্ষা | মহানগরী কর্ডোভা |
ভ্রমণকাহিনী: তুরস্ক ভ্রমণ
সঙ্গীত গ্রন্থ: ‘সঙ্গীত সঞ্জীবনী, প্রেমাঞ্জলি
আরো পড়ুন:- স্বর্ণকুমারী দেবী
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘স্পেন বিজয় কাব্যে’র রচয়িতা কে? (শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও
পরিবার কল্যাণ কর্মকর্তা: ০৯)
(ক) গোলাম মোস্তফা
(খ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
(গ) নবীনচন্দ্র সেন
(ঘ) শামসুদ্দিন আবুল কালাম
উত্তর:- (খ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
প্রশ্ন:-২। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর জন্মস্থান কোথায়? (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক: ১১)
(ক) রাজশাহী
(খ) রংপুর
(গ) সিরাজগঞ্জ
(ঘ) কুষ্টিয়া
উত্তর:- (গ) সিরাজগঞ্জ
প্রশ্ন:-৩। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী জন্মগ্রহণ করেন- (আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক: ০৬]
(ক) ১৮৯৯
(খ) ১৮৮০
(গ) ১৮৮১
(ঘ) ১৮৮২
উত্তর:- (খ) ১৮৮০
প্রশ্ন:-৪। ‘রায়নন্দিনী’ কার রচনা? (ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক: ০৬)
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) ইসমাইল হোসেন সিরাজী
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তর:-(খ) ইসমাইল হোসেন সিরাজী
প্রশ্ন:-৫। ‘অনল প্রবাহ’ রচনা করেন কে? [১৩তম বিসিএস, ২৯তম বিসিএস]
(ক) ইসমাইল হোসেন সিরাজী
(খ) মোজাম্মেল হক
(গ) এয়াকুব আলী চৌধুরী
(ঘ) মুনিরুজ্জামান ইসলামাবাদী
উত্তর:- (ক) ইসমাইল হোসেন সিরাজী





