হুমায়ুন আজাদ ১৯৪৭ সালের ২৮শে এপ্রিল মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের অন্তর্গত রাড়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, কিশোরসাহিত্যিক, গবেষক, এবং অধ্যাপক। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।
- হুমায়ুন আজাদ ২০০৪ সালের ১২ই আগস্ট জার্মানির মিউনিখে মৃত্যুবরণ করেন।
পুরস্কার
বাংলা একাডেমি পুরস্কার ১৯৮৬ | ‘একুশে পদক’- মরণোত্তর ২০১২ |
হুমায়ুন আজাদ এর কাব্যগ্রন্থসমূহ
‘অলৌকিক ইস্টিমার’ (১৯৭৩) | ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ (১৯৮৫) |
‘কাফনে মোড়া অশ্রুবিন্দু’ (১৯৯৮) | ‘জ্বলো চিতাবাঘ’ (১৯৮০) |
‘আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে’ (১৯৯০), | ‘পেরোনোর কিছু নেই’ (২০০৪) |
হুমায়ুন আজাদ এর উপন্যাসসমূহ
‘আব্বুকে মনে পড়ে’ (১৯৮৯) | ‘পাক সার জমিন সাদ বাদ’ (২০০৪) |
‘ছাপ্পান্ন হাজার বর্গমাইল’ (১৯৯৪) | ‘সব কিছু ভেঙ্গে পড়ে’ (১৯৯৫) |
‘মানুষ হিসেবে আমার অপরাধসমূহ’ (১৯৯৬) | ‘যাদুকরের মৃত্যু’ (১৯৯৬) |
‘রাজনীতিবিদগণ’ (১৯৯৮) | ‘কবি অথবা দণ্ডিত অপুরুষ’ (১৯৯৯) |
‘নিজের সঙ্গে নিজের জীবনের মধু’ (২০০০) | ‘ফালি ফালি করে কাটা চাঁদ’ (২০০১) |
‘শ্রাবণের বৃষ্টিতে রক্তজবা’ (২০০২) | ‘১০,০০০ এবং আরো একটি ধর্ষণ’ (২০০৩), |
‘একটি খুনের স্বপ্ন’ (২০০৪) |
হুমায়ুন আজাদ এর প্রবন্ধ
‘নারী’ (১৯৯২) | ‘নিবিড় নীলিমা’ (১৯৯২) |
‘মাতাল তরণী’ (১৯৯২) | ‘নরকে অনন্ত ঋতু’ (১৯৯২) |
জলপাই রঙের অন্ধকার’ (১৯৯২) |
হুমায়ুন আজাদ এর কিশোর সাহিত্য
‘লাল নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী’ (১৯৭৬), | ‘ফুলের গন্ধে ঘুম আসে না’ (১৯৮৫) |
‘কতো নদী সরোবর বা বাঙলা ভাষার আত্মজীবনী’ (১৯৮৭) | ‘আব্বুকে মনে পড়ে’ (১৯৮৯) |
‘বুক পকেটে জোনাকি পোকা’ (১৯৯৩) | ‘আমাদের শহরে একদল দেবদূত’ (১৯৯৬) |
গন্ধরাজ’ (২০০৩) | ‘Our Beautiful Bangladesh’ (২০০৪) |
ভাষাতত্ত্ব
‘Pronominalization in Bengali” (১৯৮৩) | ‘বাঙলা ভাষার শত্রুমিত্র’ (১৯৮৩) |
‘বাক্যতত্ত্ব’ (১৯৮৪), ‘বাঙলা ভাষা’ | ‘অৰ্থবিজ্ঞান’ (১৯৯৯)। |
অন্যান্য সাহিত্যকর্ম
সাক্ষাৎকার (১৯৯৪) | আততায়ীদের সঙ্গে কথোপকথন (১৯৯৫) |
বহুমাত্রিক জ্যোতির্ময় (১৯৯৭) |
আরো পড়ুন:- হুমায়ূন আহমেদ
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ গ্রন্থটির রচয়িতা কে? [৪১তম বিসিএস]
(ক) সৈয়দ আলী আহসান
(খ) হুমায়ুন আজাদ
(গ) সুকান্ত ভট্টাচার্য
(ঘ) নির্মলেন্দু গুণ
উত্তর:- (খ) হুমায়ুন আজাদ
প্রশ্ন:-২। ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে? [৩৭তম বিসিএস]
(ক) হুমায়ুন আজাদ
(খ) হেলাল হাফিজ
(গ) আসাদ চৌধুরী
(ঘ) রফিক আজাদ
উত্তর:- (ক) হুমায়ুন আজাদ
প্রশ্ন:-৩। ‘ছাপান্ন হাজার বর্গমাইল’ গ্রন্থের লেখক কে?
(ক) সৈয়দ শামসুল হক
(খ) হুমায়ুন আহমেদ
(গ) হুমায়ুন আজাদ
(ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর:- (গ) হুমায়ুন আজাদ
প্রশ্ন:-৪। হুমায়ুন আজাদের রচনা কোনটি? [সহকারী থানা শিক্ষা অফিসার: ১৬]
(ক) নুরজাহান
(খ) শঙ্খনীল কারাগার
(গ) হিমু
(ঘ) লাল নীল দীপাবলি
উত্তর:- (ঘ) লাল নীল দীপাবলি
প্রশ্ন:-৫। ‘লাল নীল দীপাবলি’ কার রচনা? (প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী)
(ক) শামসুর রাহমান
(খ) হুমায়ুন আজাদ
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) হুমায়ুন আহমেদ
উত্তর:- (খ) হুমায়ুন আজাদ