বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৫

বাংলাদেশের অন্যতম স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (Begum Rokeya University, Rangpur)। প্রতিবছর হাজারো শিক্ষার্থী স্বপ্ন দেখে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। কিন্তু অনেকেই জানেন না, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৫ সালে বা ভর্তি যোগ্যতার মানদণ্ড কী হতে পারে। আজ আমরা সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংক্ষিপ্ত পরিচিতি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে রংপুর শহরে। উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এটি প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয় টি বর্তমানে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থীর প্রতিযোগিতা হয়ে থাকে। দেশের বর্ত একটি প্রতিষ্ঠান এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

মানে এখানে ছয়টি অনুষদ (Faculty) এবং বেশ কিছু বিভাগ (Department) চালু রয়েছে।

অনুষদসমূহ হলো

  1. কলা অনুষদ
  2. সমাজবিজ্ঞান অনুষদ
  3. ব্যবসায় প্রশাসন অনুষদ
  4. বিজ্ঞান অনুষদ
  5. প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
  6. কৃষি অনুষদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কি রকম যোগ্যতা লাগে এবার কোন কোন সার্টিফিকেটে মিলিত হয়ে মোট কত পয়েন্ট লাগে বা সর্বনিম্ন কত পয়েন্ট হলে এই বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া যায় এ সকল বিস্তারিত সম্পর্কের নিচ থেকে জেনে নিন। ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে কিছু মৌলিক যোগ্যতা থাকতে হবে। নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো –

  1. এইচএসসি/সমমান উত্তীর্ণ বছর: ২০২৪ বা ২০২৩ সালের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
  2. এসএসসি/সমমান উত্তীর্ণ বছর: ২০২২ বা ২০২১ সালের শিক্ষার্থীরা যোগ্য।
  3. শিক্ষার্থীর পয়েন্ট (GPA):
    • A ইউনিট (কলা অনুষদ): ন্যূনতম GPA 7.00 (SSC + HSC মিলিয়ে)
    • B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ): ন্যূনতম GPA 7.25
    • C ইউনিট (বিজ্ঞান অনুষদ): ন্যূনতম GPA 8.00
    • D ইউনিট (ব্যবসায় প্রশাসন অনুষদ): ন্যূনতম GPA 7.50
    • E ইউনিট (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ): ন্যূনতম GPA 8.25
    • F ইউনিট (কৃষি অনুষদ): ন্যূনতম GPA 7.75

অর্থাৎ, আপনি কোন বিভাগে ভর্তি হতে চান তার উপর নির্ভর করবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৫ সালে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ধরণ

এই বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার (GST Admission System) অধীনে ভর্তি কার্যক্রম পরিচালনা করে।
অর্থাৎ, আলাদা করে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে হয় না; বরং গুচ্ছ পরীক্ষার স্কোরের উপর ভিত্তি করেই ভর্তি হওয়া যায়।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিট থাকে:

  • A ইউনিট: মানবিক বিভাগ
  • B ইউনিট: ব্যবসায় শিক্ষা
  • C ইউনিট: বিজ্ঞান বিভাগ

নম্বর বণ্টন:

  • মোট 100 নম্বরের পরীক্ষা
  • MCQ (Multiple Choice Questions) ফরম্যাট
  • সময়: ১ ঘণ্টা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ও প্রতিযোগিতা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা প্রায় ১,২০০ থেকে ১,৪০০ টি। যার মধ্যে কয়েক হাজার ছাত্রছাত্রীর প্রতিযোগিতা হয়ে থাকে প্রতিবছর ভর্তি প্রতিযোগিতার সময় যার মধ্যে,

  • কলা অনুষদে প্রায় ২৫০ টি আসন
  • সমাজবিজ্ঞান অনুষদে ২০০ টি
  • বিজ্ঞান অনুষদে ৪০০ টি
  • ব্যবসায় প্রশাসনে ২০০ টি
  • প্রকৌশল ও কৃষি অনুষদে প্রায় ২৫০ টি আসন রয়েছে।

প্রতিবছর প্রায় ১ লক্ষাধিক শিক্ষার্থী গুচ্ছ পরীক্ষায় অংশ নেয়, ফলে এখানে ভর্তি প্রতিযোগিতা বেশ তীব্র।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য চারটি ইউনিট রয়েছে। সেই ইউনিটগুলোতে এক এক বিভাগ ভাগ করে দেওয়া হয়েছে তো কোন বিভাগে কত পয়েন্ট লাগবে ভর্তি হওয়ার জন্য এ বিষয়ে নিচে থেকে বিস্তারিত জেনে নিন। ২০২৪ সালের ভর্তি প্রবণতা বিশ্লেষণ করলে দেখা যায়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গড়ে নিচের মতো পয়েন্ট প্রয়োজন হতে পারে:

ইউনিটপ্রয়োজনীয় সর্বনিম্ন GPA (প্রবণতা অনুযায়ী)
A ইউনিট (মানবিক)GPA 7.00 – 7.50
B ইউনিট (ব্যবসায়)GPA 7.50 – 8.00
C ইউনিট (বিজ্ঞান)GPA 8.00 – 8.75
D ইউনিট (প্রযুক্তি)GPA 8.25 – 8.75

অবশ্যই এটি পূর্ববর্তী বছরের তথ্যের উপর ভিত্তি করে অনুমান করা হয়েছে। ২০২৫ সালের চূড়ান্ত ভর্তি পয়েন্ট নির্ভর করবে আবেদনকারীর সংখ্যা, পরীক্ষার কঠিনতা এবং আসনসংখ্যার উপর।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় কাগজপত্র

ভর্তি আবেদন বা ভর্তির সময় নিচের কাগজপত্র প্রস্তুত রাখতে হবে –

  • এসএসসি ও এইচএসসি মার্কশিট ও সার্টিফিকেট
  • জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন
  • পাসপোর্ট সাইজ ছবি
  • গুচ্ছ পরীক্ষার প্রবেশপত্র
  • মোবাইল ব্যাংকিং ট্রানজেকশন রসিদ (ফি জমার প্রমাণ)

যারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চান ২০২৫ সালে, তাদের এখন থেকেই প্রস্তুতি শুরু করা উচিত। বিশেষ করে গুচ্ছ ভর্তি পরীক্ষার সিলেবাস ভালোভাবে আয়ত্ত করা, পূর্ববর্তী প্রশ্ন সমাধান করা এবং নিজের পছন্দের বিভাগ অনুযায়ী পয়েন্ট টার্গেট নির্ধারণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৫ তা ইউনিটভেদে ভিন্ন হলেও গড়পড়তা ৭.০ থেকে ৮.৫ GPA অর্জন করলেই ভর্তি হওয়ার ভালো সম্ভাবনা থাকে।

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *