English conversation between tow friends about shopping.
A:- what are your plans for Eid al-Fitr?= রমজানের ঈদ ফালনের জন্য তুমি কি পরিকল্পনা করছ?
B:- Oh yes, it’s almost Eid, isn’t it. I’m not sure what I’ll be doing then.= ও হ্যাঁ, প্রায় ঈদ এসে গেল, তাই না? ঠিক জানিনা, তখন আমি কি করব।
A:- Well, if you don’t have any plans, you family could have dinner at my house.= বেশ, তোমার কোন পরিকল্পনা না থাকলে, আমার বাড়িতে তোমার পরিবার নিয়ে ডিনারে এস।
B:- That’s very nice of you, thanks. Have you finished your shopping yet?= তোমার বদান্যতার জন্য ধন্যবাদ। তোমার কেনাকাটা কি শেষ হয়েছে?
A:- No, I still have to do that. I think I’ll go to the mall this weekend.= না, আমার এখনও ওটা করতে হবে। সপ্তাহান্তে মলে যাব বলে আমি ভাবছি।
B:- It’s going to be really crowded at the mall. You should shop online.= মলে খুব ভীড় হবে। তুমি বরং অনলাইনে বাজার কর ।
A:- You’re right. My family loves to read, so I can probably get them all presents from Amazon.com= তুমি ঠিকই বলেছ। আমার পরিবারের সকলে বই পড়তে ভালবাসে তাই তাদের আমাজন.কম থেকে আমি সব উপহার দিতে পারি।
B:- What do you think you’ll get for your wife?= তোমার স্ত্রীকে কি দেবে বলে ভাবছ?
A:- Probably a romance novel. It seems like she’s always reading one of those.= সম্ভবত: একটি রোমান্সের উপন্যাস। তাকে সর্বক্ষণ ওগুলো পড়তে দেখি।
B:- Don’t you think you should get her something a little more expensive, like jewelry or maybe a new computer?= তুমি কি আর একটু দামী কিছু দেবার কথা ভাবছ না? যেমন গহনা বা নতুন কম্পিউটার।
A:- Maybe you’re right. It’s hard buying gifts. I think my wife has everything she wants. Maybe I should just ask her.= তুমি হয়ত ঠিকই বলছ। উপহার কেনা বেশ কঠিন। আমার মনে হয় আমার স্ত্রীর যা ভাললাগে সবই তার আছে। আমার তাকে জিঙ্গেস করা উচিত।
Shopping conversation in english
A: what did you do today?= আজ কি করলে?
B: I went shopping.= বাজারে গেলাম।
A: Did you buy anything?= কিছু কিনলে?
B:- Yes, I bought a few things.= হাঁ। একটু-আধটু।
A: what did you buy?= কি কিনলে?
B:- I bought this Dress. Do you like it?= এই পোষাকটি। ভাল লাগছে?
A:- Yeah, I like it a lot. It’s very pretty. Where did you buy it?= হাঁ। খুবই। খুব সুন্দর। কোথায় কিনলে?
B:- At the mall on 5th street.= ৫ম রাস্তার মলে।
A:- Was it expensive?= ওটা কি খুব দামী?
B:- No, it wasn’t expensive. It was on sale for 1500 tk.= না। দামী ছিলনা। সেলে ১৫০০ টাকা ছিল।
A:- That’s cheap.= সে তো সস্তা।
B:- I know. It was a really good deal.= আমি জানি। ভাল পেলাম।
Conversation about shopping with bangla meaning
A: I’m going shopping. Do you want to come?= আমি শপিংয়ে যাচ্ছি। তুমি কি আসতে চাও?
B:- I thought you went shopping yesterday.= তুমি গতকাল শপিংয়ে গেলে, না?
A:- I did, but an old friend called me last night and invited me to his birthday party. I need to buy a gift for him.= গিয়েছিলাম, কিন্তু আমার অনেক দিনের এক বন্ধু গত রাতে ফোন করেছিল তার জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করে। তার জন্য একটা উপহার কেনা দরকার |
B:- I see. What are you going to get him?= ও আচ্ছা। তুমি তাকে কি দিতে চাও?
A:- I really have no idea what he likes. I haven’t seen him in a long time. What do you think?= সে কি পছন্দ করে আমি ঠিক জানি না। অনেকদিন ধরে তাকে আমি দেখিনি। তোমার কি মনে হয়?
B:- May be a cake?= একটা কেক দেবে?
A:- Well, that’s a good idea, but I think I should probably get him something else, like something he can wear.= তুমি যা বললে তা মন্দনয়, তবে মনে হয় আমার তাকে অন্য কিছু দেওয়া উচিত, এমন কিছু যা সে পরতে পারে।
B:- How about a sweater? I saw a really nice one in the mall the other day. Maybe we can go there and take a look.= সোয়েটার হলে কেমন হয়? সেদিন দোকানে একটা খুব ভাল সোয়েটার দেখেছিলাম। সেখানে গিয়ে আমরা দুজনে এরবার দেখতে পারি।
A:- OK, what store was it in?= ঠিক আছে, কোন দোকানে ছিল ওটা?
B:- It was at san-mar= সানমার
A:- Oh, that’s a really nice store. I like the clothes there.= ওহ, ওটা খুব ভাল দোকান। সেখানকার কাপড় চোপড় আমার ভাল লাগে।
Clothes shopping conversation in english
A : Hello B, I’m going shopping. Do you want to come? = এই যে নিশি, আমি শপিং এ যাচ্ছি। তুমি কি যেতে চাও?
B: you just went shopping yesterday. = তুমি তো গতকালই শপিং এ গেলে।
A: I did, but an old friend called me last night for her birthday party.= হ্যাঁ, গিয়েছি, কিন্তু আমার এক পুরাতন বান্ধবী আমাকে তার জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ করেছে।
B: I see. What are you going to buy for her?= আচ্ছা এই ব্যাপার। তুমি তার জন্য কি কিনতে চাও?
A: I really have no idea what she like. What do you think? = সে আসলে কি ধরনের আমার কোন ধারনা নেই। তুমি কি মনে কর?
B: May be a body spray? = বডি স্প্রে হলে কেমন হয়?)
A: Well, that’s a good idea, but I think I like something she can wear.= তোমার আইডিয়াটা খুবই ভাল, কিন্তু আমি এমন কিছুর কথা ভাবছি যা সে পরিধান করতে পারে।
B: How about a sweater? I saw a really nice designed one in the mall the other day. = নিশি ঃ একটা সোয়েটার হলে কেমন হয়? আমি একটি খুব ভাল ডিজাইনের একটি সোয়েটার সেদিন শপিং মলে দেখেছিলাম।
A; Ok, what store was it in? = ঠিক আছে, ওটা কোন দোকান ছিল?
B: It was at Infinity’s in Bashundhara City. = ওটা বসুন্ধরা সিটি’র ইনফিনিটিতে ছিল।
A: Oh, that’s a really nice store. I like the clothes there. = ও ওই দোকানটা আসলেই ভালো। ওদের কাপড়গুলি আমার পছন্দের।
আরো পড়ুন:- English speaking practice with Bangla meaning