Sentence – এ যাকে (ব্যক্তি, প্রাণী, বন্তু) উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে Subject বলে।The boys are playing.
(1) The cow is a useful animal
(2) The cow is a useful animal
প্রথম Sentence টিতে The boy সম্পর্কে বলা হচ্ছে।
দ্বিতীয় Sentence টিতে The cow সম্পর্কে বলা হচ্ছে।
উপরের Sentence দুটি থেকে দেখা যায় প্রতিটিকে উদ্দেশ্য করে কিছু বলা হয়।
প্রথম Sentence সম্পর্কে যা বলা হয়েছে তা হলো “play football” এবং দ্বিতীয় Sentence –এ The cow সম্পর্কে যা বলা হয়েছে তা হলো “is a useful animal” এভাবে প্রত্যেকটি Sentence –এ Subject সম্পর্কে কিছু বলা হয়ে থাকে।
Predicate কাকে বলে
আর Subject সম্পর্কে যা কিছু বলা হয় তা হচ্ছে Predicate. উপরের Sentence দুটিতে are playing এবং is a useful animal দুটি হচ্ছে Predicate.
আরো পড়ুন