Verb এর যে রূপ তার Subject সক্রিয় ( Active ) না নিষ্ক্রিয় ( Passive ) তা নির্দেশ করে তাকে Voice বা বাচ্য বলে।
Voice দুই প্রকার
১। Active Voice ( কর্তৃবাচ্য )
২। Passive Voice ( কর্মবাচ্য )
Active Voice
Verb এর যে রূপ দ্বারা Subject নিজে কাজ সম্পন্ন করে এরূপ বুঝায় তাকে Active Voice বলে।
I eat a mango.
Active Voice এর উদাহরণ।
Passive Voice
Sentence এর Subject যখন নিষ্ক্রিয় থাকে এবং অন্যের কাজ তার উপর আরোপ কার হয়, তখন Verb এর Passive Voice হয়।
A Mango is eaten by me.
Passive voice এর উদাহরণ।