অনুপাতের মিশ্রণ থেকে চাকরির পরীক্ষায় সবচেয়ে বেশি বার আসা প্রশ্ন সমূহ।
প্রশ্ন:- একটি সোনার গয়নার ওজন ৩২ গ্রাম । এতে সোনা ও তামার অনুপাত ৩:১ এতে কি পরিমান সোনা মিশালে অনুপাত ৪:১ হবে? প্র. শি, স.চা
ক. ৬ গ্রাম খ. ৮ গ্রাম
গ. ১০ গ্রাম ঘ. ৭ গ্রাম
উত্তর: ৮ গ্রাম
প্রশ্ন:- একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম । এতে সোনা ও তামার অনুপাত ৩:১ এতে কি পরিমান সোনা মিশালে অনুপাত ৪:১ হবে? বিসিএস-২১
ক. ৪ গ্রাম খ. ৫ গ্রাম
গ. ৩ গ্রাম ঘ. ৬ গ্রাম
উত্তর: ৪ গ্রাম
প্রশ্ন:- ৪২ গ্রাম ওজনের একটি সোনার গয়নায় সোনা ও তামার অনুপাত ৪:৩ এতে আরো কত সোনা মেশালে সোনা ও তামার অনুপাত ৫:৩ হবে? স.চা, ব্যাংক
ক. ৭ গ্রাম খ. ৮ গ্রাম
গ. ৯ গ্রাম ঘ. ৬ গ্রাম
উত্তর: ৬ গ্রাম
প্রশ্ন:- একটি সোনার গয়নার ওজন ৩৫ গ্রাম । এতে সোন ও তামার অনুপাত ৪:৩ এতে কি পরিমান তামা মিশালে অনুপাত ৪:৫ হবে? প্র. শি পরি বর্তন করা হয়েছে ছিল অকটেন আর পেট্রোল
ক. ১০ গ্রাম খ. ৮ গ্রাম
গ. ১২ গ্রাম ঘ. ৭ গ্রাম
উত্তর; ক. ১০ গ্রাম
আপনি যদি এ নিয়মের অংক শর্টকাটে সমাধান করতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন। ভিডিওটিতে শর্টকাট পদ্ধতিতে সমাধান করে দেখানো হয়েছে।