নিয়োগ পরীক্ষার প্রশ্ন
প্রশ্ন:- রহিম ও করিমের বর্তমান বয়সের অনুপাত ৭:৩ এবং ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত ৯:৫ হবে। তাদের বর্তমান বয়স কত? পি.এস.সি
ক. ৩৫, ১৫ খ. ৩০, ১৫
গ. ১৫, ৩৫ ঘ. ৪০, ১৫
উত্তর: ক. ৩৫, ১৫
প্রশ্ন:- মা ও মেয়ের বয়সের অনুপাত ৭:৩। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩:৫। বর্তমানে কার বয়স কত? প্র. শি, স.চা
ক. ৫৮, ২৪ খ. ৫৬, ২৪
গ. ২৪, ৫৬ ঘ. ৬০, ২৮
উত্তর: খ. ৫৬, ২৪
প্রশ্ন:- মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত ৩:১ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৫:২ । বর্তমানে তাদের কার বয়স কত? স.চা
ক. ২০, ৪৫ খ. ২৫, ৫০
গ. ৪৫, ১৫ ঘ. ৫০, ২০
উত্তর; ক. ৪৫, ১৫
প্রশ্ন:- মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত ৫:২ এবং ১৫ বছর পর তাদের বয়সের অনুপাত ১৩:৭ হলে, তাদের বর্তমান বয়স কত? স.চা
ক. ৪৫, ২০ খ. ৫০, ২৫
গ. ৫৫, ২০ ঘ. ৫০, ২০
উত্তর; ঘ. ৫০, ২০
প্রশ্ন:- মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত ৭:২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮:৩ হবে। মেয়ের বর্তমান বয়স কত? স.চা
ক. ১৫ বছর খ. ১০ বছর
গ. ১২ বছর ঘ. ১৮ বছর
উত্তর: ১০ বছর
প্রশ্ন:- দুটি সংখ্যার অনুপাত ৪:৭ সংখ্যা দুইটির সাথে ৩ যোগ করলে অনুপাতটি ৫:৮ হয়। সংখ্যা দুইটি কি কি? স.চা
ক. ১২ ও ২১ খ. ২১ ও ১২
গ. ২০ ও ১২ ঘ. ১৫ ও ১২
উত্তর; ১২ ও ২১
আপনি যদি এ নিয়মের অঙ্ক শর্টকাটে সমাধান করতে না পারেন, তাহলে নিচের ভিডিওটি দেখবেন। ভিডিওটিতে শর্টকাট পদ্ধিতিতে কীভাবে সমাধান করতে হয় তা দেখানো হয়েছে।