আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন- ক্রিস্টোফার কলম্বাস
ক্রিস্টোফার কলম্বাস ছিলেন ইতালীয় নাবিক ও ঔপনিবেশিক। ইতালির জেনোয়া শহরে জন্মগ্রহণ করেছিলেন বলে কলম্বাসের আসল নাম ইতালীয় ভাষায় ক্রিস্তোফোরো কোলোম্বো ।
১৪৯২ সালে কিস্টোফার কলম্বাস আটলান্টিক মহাসাগর অতিক্রম করে বাহামা দ্বীপ (পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের একটি দ্বীপ) অবতরণের মাধ্যমে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন।
কিন্তু কলম্বাস তখন দ্বীপটিকে ভারতীয় উপমহাদেশের পশ্চিম উপকূলের একটি দ্বীপ বলে ধারণা করেন। এজন্য এই দ্বীপগুলোকে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বলা হয়।
আরো পড়ুন: লন্ডন কোন দেশের রাজধানী, আফগানিস্তানের প্রদেশ কয়টি