ইমদাদুল হক মিলন ৮ সেপ্টেম্বর, ১৯৫৫ সালে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাংলাদেশী কথাসাহিত্যিক ও নাট্যকার।
পুরস্কার
| বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- (১৯৯২) | পূরবী পদক- (১৯৯৩) |
| বিজয় পদক (১৯৯৪) | একুশে পদক (২০১৯) |
ইমদাদুল হক মিলন এর উপন্যাস
| ‘যাবজ্জীবন’ (১৯৭৬) | ‘কালোঘোড়া’ (১৯৯১) |
| ‘নূরজাহান’ (১৯৯৫) | ‘দুঃখ কষ্ট’ (১৯৮২) |
| ‘ও রাধা ও কৃষ্ণ’ (১৯৮২) | ‘এক দেশ’ (১৯৮৩) |
| ‘প্রিয় নারী জাতি’ (১৯৮৪) | ‘ভূমিপুত্র’ (১৯৮৫) |
| ‘পরবাস’ (১৯৮৭) | ‘নায়ক’ (১৯৮৮) |
| ‘সারাবেলা’ (১৯৮৮) | ‘রূপনগর’ (১৯৮৮) |
| ‘কথা ছিলো’ (১৯৮৮) | ‘দুজনে’ (১৯৮৮) |
| ‘রাজাকারতন্ত্র’ (১৯৮৯) | ‘বালকের অভিমান’ (১৯৮৯) |
| ‘বন মানুষ’ (১৯৮৯) | ‘স্বপ্ন’ (১৯৮৯) |
| ‘মহাযুদ্ধ’ (১৯৮৯) | ‘কোন কাননের ফুল’ (১৯৯০) |
| ‘সুদূরতমা’ (১৯৯১) | ‘আশায় আশায় থাকি (১৯৯২) |
| ‘বাঁকা জল’ (১৯৯৩), | ‘মানুষজন’ (১৯৯৪) |
| ‘আছ তুমি হৃদয় জুড়ে’ (১৯৯৬), | ‘সুচরিতাসু’ (১৯৯৭) |
| ‘যুবরাজ’(১৯৯৭) | ‘মৌসুমী’ (১৯৯৮) |
| ‘রহস্যময়ী’ (১৯৯৯) | ‘তখন ছিলাম আমি’ (২০০০) |
| ‘এসো’ (২০০১) | ‘জান’ (২০০২) |
| ‘বন্ধুয়া’ (২০০৪) | ‘তুমিই’ (২০০৫) |
| ‘কুসুমের মতো মেয়েরা’ (২০০৩) | ‘অপরবেলা’ (২০০৬) |
ইমদাদুল হক মিলন এর গল্পগ্রন্থ
| ‘নিরন্নের কাল’ (১৯৭৯) | ‘হে প্রেম’ (১৯৮৩) |
| ‘ফুলের বাগানে সাপ’ (১৯৮৩) | ‘আহারী’ (১৯৮৪) |
| ‘তাহারা’ (১৯৮৬) | ‘মর্মবেদনা’ (১৯৮৮) |
| , ‘প্রেম নদী’ (১৯৮৮) | ‘বারো রকমের মানুষ’ (১৯৮৮) |
ইমদাদুল হক মিলন এর ছোটগল্প
| ‘রাজার চিঠি’ | ‘মানুষ কাঁদছে’ |
| ‘নেতা যে রাতে নিহত হলেন’ । |
আত্মজীবনী
| ‘কেমন আছ সবুজ পাতা’ (২০১২) |
আরো পড়ুন:- উইলিয়াম কেরী
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ইমদাদুল হকের উপন্যাস নিচের কোনটি? (এনএসআই এর ডেসপাচ রাইডার: ২১)
(ক) জোহরা
(খ) সারাবেলা
(গ) মানবজমিন
(ঘ) উত্তম পুরুষ
উত্তর:- (খ) সারাবেলা
প্রশ্ন:-২। ‘মর্মবেদনা’ গল্পগ্রন্থটির রচয়িতা- (বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ মাঠ কর্মকর্তা: ১৪)
(ক) ইমদাদুল হক মিলন
(খ) হুমায়ুন আজাদ
(গ) জাফর ইকবাল
(ঘ) নজরুল ইসলাম
উত্তর:- (ক) ইমদাদুল হক মিলন
প্রশ্ন:-৩। ‘নূরজাহান’ কার রচিত উপন্যাস? (বিসিক এর চিফ অডিটর: ২১)
(ক) ইমদাদুল হক মিলন
(খ) হুমায়ুন আহমেদ
(গ) জাফর ইকবাল
(ঘ) শামসুল হক
উত্তর:- (ক) ইমদাদুল হক মিলন





