চীনের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী চীন যাকে সংক্ষেপে গণচীন বলা হয়। জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় দেশ চীন। চীনের জনসংখ্যা ১৪৪ কোটি ( ২০২১ সালের অক্টবর মাসের তথ্য অনুযায়ী)
চীনের ৭৪.৫% লোক ধর্মহীন, ১৮.৩ % লোক বৌদ্ধ ধর্ম, ৫.২% লোক খ্রিস্টধর্ম, ১.৪% ইসলাম এবং অন্যান্য ধর্মের অনুসারী হচ্ছে ০.৪%।
আরো জানুন
চীনের ১ টাকা বাংলাদেশের কত টাকা