ট্রান্সফরমার: যে যন্ত্রের সাহায্যে উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তাকে ট্রান্সফর্মার বলে।
ট্রান্সফর্মার ভোল্টেজ এবং তড়িৎপ্রবাহ উভয়কেই রূপান্তর কর।
ট্রান্সফর্মার দুই প্রকার। যথা:
(ক) উচ্চধাপী বা স্টেপ আপ ট্রান্সফর্মার
(খ) নিম্নধাপী বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার
উচ্চধাপী বা স্টেপ আপ ট্রান্সফর্মার: ইহা অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে।
নিম্নধাপী বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার: নিম্নধাপী বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার: ইহা অধিক বিভবের অল্প তড়িৎ প্রবহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে। যেমন: রেডিও, টেলিভিশনে এটি ব্যবহৃত হয়।