মেয়েদের কোন জায়গায় তিল থাকলে কি হয়
(১) মহিলাদের কপালে বাঁ দিকে চুলের কাছে তিল থাকলে বিলাসী ও অপব্যয় সূচনা করে।
(২) নারীর গালে তিন থাকা দারিদ্রের চিহ্ন।
(৩) নারীর পিঠের ডান দিকে তিল শুভ।
(৪) নারীর করতলে তিল অশুভ।
(৫) নারীর জননেন্দ্রিয়ে তিল থাকলে সে কামুক হয় ।
(৬) নারীর থুতনীতে তিল থাকলে সে বুদ্ধিমতী হয়।
(৭) মহিলাদের ঠোঁটে তিল থাকলে সে প্রেমিক হয় এবং নানা রোগের সূচনাকরে।
(৮) মহিলাদের কানে তিল বুদ্ধিমত্তার চিহ্ন।
(৯) নারীর পিঠের বাঁ দিকে তিল অশুভ।
(১০) নারীর হাতের পিঠের তিল দুর্ঘটনার ইঙ্গিত দেয়।
(১১) নারীর তলপেটে তিল থাকলে সে উচ্চাভিলাষী হয় ।
(১২) নারীর উদরে তিল থাকলে সে ভোজনপ্রিয় হয়।
(১৩) নারীর কন্ঠে তিল বা বুকে তিল সুরজ্ঞান পরিচয় দেয়।
আরো পড়ুন: কন্য রাশির বৈশিষ্ট্য, তুলা রাশির বৈশিষ্ট্য।