নজিবর রহমান সাহিত্যরত্ন ১৮৬০ সালে সিরাজগঞ্জের শাহজাদপুরে চরবেলতৈল গ্রামে জন্মগ্রহণ করেন। তার উপাধি সাহিত্যরত্ন।
- নজিবর রহমানের বিখ্যাত উপন্যাস- আনোয়ারা।
 
- আনোয়ারা উপন্যাসটি প্রকাশিত হয়- ১৯১৪ সালে।
 
নজিবর রহমান এর উপন্যাসসমূহ
| আনোয়ারা | প্রেমের সমাধি | 
| পরিণাম | গরিবের মেয়ে | 
| দুনিয়া আর চাই না | মেহেরুন্নিসা | 
নজিবর রহমান এর গদ্যগ্রন্থসমূহ
| বিলাতী বর্জন রহস্য | সাহিত্য প্রসঙ্গ | 
আরো পড়ুন:- রশীদ করীম
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘আনোয়ারা’ গ্রন্থটি কার রচনা? (৩২তম বিসিএস)
(ক) প্রভাতকুমার মুখোপাধ্যায়
(খ) প্রমথ চৌধুরী
(গ) নজিবর রহমান সাহিত্যরত্ন
(ঘ) বেগম রোকেয়া
উত্তর:- (গ) নজিবর রহমান সাহিত্যরত্ন
প্রশ্ন:-২ ‘আনোয়ারা’ উপন্যাসটি কত সালে প্রথম প্রকাশিত হয়? (পিএসসি পরীক্ষা: 08)
(ক) ১৯৫২ সালে
(খ) ১৮৯৯ সালে
(গ) ১৯৩৫ সালে
(ঘ) ১৯১৪ সালে
উত্তর:- (ঘ) ১৯১৪ সালে





