শাহ মুহম্মদ সগীর ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি ।তিনি মূলত প্রাকৃত ভাবাপন্ন কবি। তাঁর কবিতায় আরবি ও ফারসি ভাষার ব্যবহারও লক্ষ করা যায়। মধ্যযুগের কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন বলে তাঁকে প্রাচীন কবিও বলা হয়।
- ‘ইউসুফ জোলেখা’ কে অনুবাদ করেন? (২৭,১৫ এবং ৩০ তম বিসিএস লিখিত)
উত্তর:- ইউসুফ জোলেখা অনুবাদ করেন- শাহ মুহম্মদ সগীর।
আরো পড়ুন:- হরপ্রসাদ শাস্ত্রী
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘ইউসুফ জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন- [২৩তম বিসিএস)
(ক) দৌলত উজির বাহারাম খান
(খ) মাগন ঠাকুর
(গ) আলাওল
(ঘ) শাহ মুহম্মদ সগীর
উত্তর:-(ঘ) শাহ মুহম্মদ সগীর
প্রশ্ন:-২। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য- (১২তম বিসিএস)
(ক) পদ্মাবতী
(খ) চন্দ্রাবতী
(গ) ইউসুফ জোলেখা
(ঘ) লায়লী-মজনু
উত্তর:- (গ) ইউসুফ জোলেখা
প্রশ্ন:-৩। রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি / বাংলা
সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি / প্রাচীনতম
বাঙালী কবি কে? (১২তম বিসিএস এবং ২৯তম বিসিএস)
(ক) শাহ মুহম্মদ সগীর
(খ) সাবিরিদ খান
(গ) মুহম্মদ কবির
(ঘ) শেখ ফয়জুল্লাহ
উত্তর:- (ক) শাহ মুহম্মদ সগীর
প্রশ্ন:-৪। শাহ মুহম্মদ সগীর রচিত গ্রন্থ কোনটি? (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ১৬)
(ক) ইউসুফ জোলেখা
(খ) লায়লী-মজনু
(গ) শিরিন ফরহাদ
(ঘ) পদ্মাবতী
উত্তর:- (ক) ইউসুফ জোলেখা