সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে
সমদ্বিবাহু ত্রিভুজ:- যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
এখানে b হচ্ছে ভূমির দৈর্ঘ্য, a হচ্ছে অপর বাহুর দৈর্ঘ্য।
সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা
সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা = ত্রিভুজের তিনটি বাহুর যোগফল
সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য
১। দুটি বাহু সমান
২। সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় ও সমান।
সমবাহু ত্রিভুজ কাকে বলে এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন:-
১। যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান , তাকে বলে-
(ক) সমকোণী ত্রিভুজ
(খ) সমদ্বিবাহু ত্রিভুজ
(গ) বিষমবাহু ত্রিভুজ
(ঘ) সমবাহু ত্রিভুজ
উত্তর: (খ) সমদ্বিবাহু ত্রিভুজ
২। ত্রিভুজের যে কোন দুটি সধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি-
(ক) সমকোণী ত্রিভুজ
(খ) বিষমবাহু ত্রিভুজ
(গ) সমদ্বিবাহু ত্রিভুজ
(ঘ) সমবাহু ত্রিভুজ
উত্তর: (ঘ) সমদ্বিবাহু ত্রিভুজ
৩। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে-
(ক) সমকোণ
(খ) সরলকোণ
(গ) সূক্ষ্মকোণ
(ঘ) স্থূলকোণ
উত্তর: (গ) সূক্ষ্মকোণ
৪। কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহি:স্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি-
(ক) সমকোণী ত্রিভুজ
(খ) বিষমবাহু ত্রিভুজ
(গ) সমদ্বিবাহু ত্রিভুজ
(ঘ) সমবাহু ত্রিভুজ
উত্তর: (গ) সমদ্বিবাহু ত্রিভুজ