সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সম্প্রতিক সাধারণ জ্ঞান।
প্রশ্ন:-১ ২০২১ সালে অনুষ্ঠিতব্য আদমশুমারিতে বাংলাদেশকে সহায়তা করে = নাসা
প্রশ্ন:-২ দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে কত সালে = ২০২৩ সালে
প্রশ্ন:-৩ মিয়ানমারে জরুরী অবস্থা ঘোষণা দেয়া হয় = ১ ফেব্রুয়ারি ২০২১
প্রশ্ন:-৪ অংসান সুচি কবে এনএলডি গঠন করেন = ১৯৮৮ সাল।
প্রশ্ন:-৫ কোন নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘাষণা করা হয়েছে = হালদা নদী
প্রশ্ন:-৬ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট = কমলা হ্যারিস
প্রশ্ন:-৭ ভাসানচর অবস্থিত = নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নে অবস্থিত।
প্রশ্ন:-৮ দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে = কক্সবাজারে
প্রশ্ন:-৯ বাংলাদেশে চাষ করা “অমৃত” নামক আমের জাত কোন দেশের = ভিয়েতনাম
প্রশ্ন:-১০ ২০২০ সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপােরেশন কতটি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয় = ৬টি
প্রশ্ন:-১১ সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ = আফগানিস্তান
প্রশ্ন:-১২ যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বের হয় = ২২ নভেম্বর ২০২০
প্রশ্ন:-১৩ যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী মন্ত্রী = ডেব হাল্যান্ড।
প্রশ্ন:-১৪ ছেড়া দ্বিপে মানুষ যাতায়াত নিষিদ্ধ হয় = ২ জানুয়ারী ২০২১
প্রশ্ন:-১৫ অং সান সুচি রাজনৈতিক দলের নাম কি = ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী (NLD)
প্রশ্ন:-১৬ মিয়ানমারের সেনা সমর্থিত দল= Union Soliderity and Development Party. ( USDP)
প্রশ্ন:-১৭ বাংলাদেশ সরকার এ পর্যন্ত পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে = ৮টি
প্রশ্ন:-১৮ বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পাইলের সেতু কোনটি = পদ্মা সেতু।
প্রশ্ন:-১৯ দীর্ঘ ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় = ১৭ ডিসেম্বর ২০২০ সালে।
প্রশ্ন:-২০ তৃতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বাংলাদেশ কোন ক্যাবলে যুক্ত হবে = SEA-ME-WE-6
প্রশ্ন:-২১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের TSC নকশা করেছিলেন = গ্রিক স্থপতি
প্রশ্ন:-২২ যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী = গ্যাল নরটন
প্রশ্ন:-২৩ ১৪ ডিসেম্বর ২০২০ কোন দেশ ” যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের কালাে তালিকা থেকে মুক্ত হয় = সুদান
প্রশ্ন:-২৪ বাংলাদেশের গড় আয়ু = ৭২.৬ বছর।
আরো পড়ুন
মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান
গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান